বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বায়োমলিকুলার ল্যাবরেটরির গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এ কে খান :
নির্ভুল রোগনির্ণয় ও চিকিৎসার জন্য আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বায়োমলিকুলার ল্যাবরেটরির গুরুত্ব তুলে ধরে গত ১৪ জুলাই সোমবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে বাংলাদেশে সুনির্দিষ্ট রোগ নির্ণয়, লক্ষ্য ভিত্তিক চিকিৎসা ও প্রিসিশন মেডিসিনের অপরিহার্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোঃ শাহিনুল আলম। তিনি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বায়োমলিকুলার ল্যাবরেটরির প্রয়োজনীয়তা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের সেমিনারের ভূমিকার কথা উল্লেখ করেন। টিএমএসএস-এর নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল সেমিনারের সূচনা বক্তব্য দেন। মূল বক্তব্য উপস্থাপন করেন দেশি ও বিদেশি স্বনামধন্য বিশেষজ্ঞগণ। অস্ট্রেলিয়ার অনকোলজিস্ট এবং MiHealthOmiX ও Xing-Technologies-BD এর চেয়ারম্যান ও সিইও অধ্যাপক ডা. পল মেইনওয়ারিং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রিসিশন মেডিসিন কীভাবে রোগীর চিকিৎসার মানোন্নয়ন করছে তা ব্যাখ্যা করেন। আন্তর্জাতিক মান ব্যবস্থাপনা পরামর্শক ও ISO ১৫১৮৯:২০২২ প্রকল্প নেতা শিলা উডকক বায়োমলিকুলার ল্যাবের ISO স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন। আইএসও পরিদর্শক ও কিউএমএস পরামর্শক প্যাট্রিক মাতেতা মেডিক্যাল ল্যাবরেটরি স্বীকৃতি প্রক্রিয়া সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নিবাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সেমিনারে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সৈয়দ মোঃ আকরাম হোসেন, যিনি বাংলাদেশে প্রিসিশন মেডিসিন ও টার্গেটেড থেরাপির বর্তমান অবস্থা তুলে ধরেন। এছাড়া টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের প্রধান ও টিএমসি-র হিস্টোপ্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ডি.এম. আরিফুর রহমান একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সেমিনারে একটি উন্মুক্ত আলোচনা পর্বও ছিল, যেখানে অংশ গ্রহণকারীরা বিশেষজ্ঞদের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। এই সেমিনারটি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি চর্চার সম্মিলিত প্রতিশ্রুতির প্রতিফলন ও মেডিকেল ডায়াগনস্টিকস এবং চিকিৎসায় অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। এ অনুষ্ঠানে টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান ও উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, নানা শ্রেণি পেশার মানুষ, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।