বরফ টিউবয়েল খ্যাত গভীর নলকূপের পানি হঠাৎ গরম হয়ে উঠলো

শেয়ার করুন:

সেই বরফ টিউবয়েল খ্যাত গভীর নলকূপের পানি হঠাৎ গরম হয়ে উঠলো। পাবনার বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের সিংহাসন গ্রামের মোফাজ্জল সেখ ও পাশাপাশি বাড়ী কালু শেখের বাড়ীর টিউবয়েলে বেশ কয়েক বছর ধরে প্রচন্ড ঠান্ডা পানি বের হতো। পানি এতই ঠান্ডা পানি বের হতো যে গ্লাস বা কলসে রাখলে সঙ্গে সঙ্গে বাহিরে বিন্দু বিন্দু জলের উপস্থিতি হতো। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে বেশ কৌতুহল ছিলো।এ পানি সরাসরি পান করলে তার ঠান্ডা লেগে যেতো। কিন্তু হঠাৎ  কয়েক দিন হলো পানি আর আগের মত ঠান্ডা আসছেনা। অবাক করা বিষয় হলো পাশাপাশি দুই বাড়ীর পনিই একসাথে পরিবর্তন হয়েছে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে।কি কারণে এমন হচ্ছে। এ দুই বাড়ীর মালিককে জিজ্ঞেস  করা হলে তারা বলেন কিছুদিন আগে টিউবয়েলটি নষ্ট হলে  তা মেরামত করা হয়।তার পর হতেই পানি অস্বাভাবিক। অবস্থা ধারণ করেছে। কেও কেও আবার বলছে কয়েক দিন মানুষের  পনি নেওয়া বন্ধ করেছিলো ফলে এমনটি হয়েছে।

শেয়ার করুন: