বগুড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি কর্তৃক গাক’র কার্যক্রম পরিদর্শন

শেয়ার করুন:


উত্তরাঞ্চল প্রতিনিধি ।। 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দ্বায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ ১৯ সেপ্টেম্বর বগুড়ার বনানীস্থ গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রধান কার্যালয়ে আগমন করেন। মন্ত্রী গাক টাওয়ারের প্রধান কার্যালয়ে পৌঁছালে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন।এ সময় বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ সালাউদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক  আবু সাইদ মোঃ কাউসার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 
গাক কার্যালয় পরিদর্শন পরবর্তী সংস্থার নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেনের নেতৃত্বে মন্ত্রী মহোদয় ও তাঁর সফর সঙ্গীগণ গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন করে চক্ষু রোগীদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি গাক এর অঙ্গ প্রতিষ্ঠান জি গ্যালর এর শো-রুম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি এমন উদ্যোগ গ্রহন ও বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করায় সংস্থার ভূয়সী প্রশংসা করেন। সংস্থার কার্যক্রম পরিদর্শনকালে উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গাক’র পরিচালক (এমএফ) পঙ্কজ কুমার সরকার, পরিচালক (প্রশাসন ও আভ্যন্তরীণ নিরীক্ষা) মোঃ হুমায়ুন খালেদ,পরিচালক (মনিটরিং এন্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রাইহানুস সাআদাত,পরামর্শক মোঃ মোবারক হোসেন তালুকদার,উপ-পরিচালক অর্থ ও হিসাব মোঃ রাফিউল ইসলাম ও খোরশেদ আলম,সিনিয়র সহকারী পরিচালক মোঃ আরমান হোসেন, সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন সরদার মোঃ জিয়া উদ্দিন ও সহকারী পরিচালক মোঃ সাইদুল ইসলামসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। মন্ত্রী মহোদয়ের অনুষ্ঠানে এলাকার বহু গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: