বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটিতে ফার্মেসী বিভাগের কারিকুলাম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটিতে ফার্মেসী বিভাগের কারিকুলাম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শেয়ার করুন:

এ কে খান :

উত্তর জনপদ বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড  টেকনোলজির ফার্মেসী বিভাগে বি.ফার্ম প্রোগ্রামের কারিকুলাম প্রস্তুতকরণের ক্ষেত্রে ফার্মেসী শিক্ষার আধুনিকীকরণ, আন্তর্জাতিক ও দেশীয় পরিসরে ফার্মেসী গ্রাজুয়েটদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, ফার্মেসী গ্রাজুয়েটদের চাকুরিতে নিয়োগের ক্ষেত্র অন্বেষণ, ফার্মেসী গ্রাজুয়েটদের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদাকে প্রাধান্য দিয়ে একটি যুগোপযোগী কারিকুলাম তৈরী জন্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হলে ৪ মার্চ মঙ্গলবার “মিটিং দ্যা লোকাল এন্ড  গ্লোবাল ডিমান্ড ফর স্কিল্ড ফার্মাসিস্ট: ডেভেলপমেন্ট অব এ মর্ডান এন্ড ওর্য়াল্ড স্ট্যার্ন্ডাড ফার্মেসী কারিকুলাম” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মোঃ আজিজুর রহমান ও ড. মহিতোষ বিশ্বাস। বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণের পরিপ্রেক্ষিতে ফার্মেসী বিভাগের কারিকুলাম তৈরি জন্য সেমিনারটি অনুষ্ঠিত হয়। পিইউবি বোর্ড অব ট্রাস্টিজ’র ভাইস চেয়ারম্যান ও টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান পিএইচডি এর সভাপত্বিতে সেমিনারে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বোর্ড অব ট্রাস্টিজ এর উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, টিএমএসএস মেডিকেল কলেজের পরিচালক অবঃ ব্রিগে.জে. ডাঃ মোঃ জামিলুর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাকির  হোসেন, বেক্সটার ফার্মাসিউটিক্যাল এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রোটারিয়ান এম এম রুবেল তালুকদার, পিইউবি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, এমপিএইচ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, টিএমএসএস এর শিক্ষা চিকিৎসা-১ এর ডোমেইন প্রধান ডাঃ অনুপ রহমান চৌধুরী ও টিএমএসএস মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডাঃ শাহিন আরা প্রমুখ। এছাড়া অনলাইনে যুক্ত আলোচনায় অংশ নেয়  সাঊথইস্ট ইউনিভার্সিটি’র ফার্মেসী বিভাগের অধ্যাপক আবুল হাসনাত আলমগীর ও সহযোগী অধ্যাপক ইশরাত জাহান বুলবুল প্রমুখ। সেমিনারে মূল বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মূল প্রবন্ধ উপস্থাপনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মোঃ আজিজুর রহমান ও ড. মহিতোষ বিশ্বাস। এ সময় টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা ও মেডিকেল কলেজের শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: