বগুড়ায় উচ্চ মূল্যের ফল চাষ বিষয়ে গাকের মাঠ দিবস অনুষ্ঠিত

শেয়ার করুন:

এ কে খান :

বগুড়া, ২৪ জুন: দেশের শীর্ষস্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় কৃষি ইউনিটভুক্ত (কৃষিখাত) প্রকল্পের আওতায় একটি মাঠ দিবসের আয়োজন করে। বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বোংগা গ্রামে আজ এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মালচিং পেপার ব্যবহার করে লাউ, ঢেঁড়স, বেগুন, করলা এবং উচ্চ মূল্যের ফল চাষের ওপর গুরুত্বারোপ করে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষক, কৃষি উৎপাদন, উপকরণ ও বিপণন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জুলফিকার হায়দার। তিনি আধুনিক কৃষি পদ্ধতি এবং উচ্চ মূল্যের ফসল চাষের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোসাদ্দেক হোসেন, গাড়ীদহ ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মো. মামুন হোসেন, বিভিন্ন বেসরকারি কোম্পানির প্রতিনিধি এবং প্রকল্পের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। মাঠ দিবসে মালচিং পেপার ব্যবহার করে তরমুজ, লাউ, ঢেঁড়স, বেগুন, করলাসহ বিভিন্ন ফসল চাষ এবং উচ্চ মূল্যের ফল চাষের গুরুত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জৈব বালাইনাশক, পরিচর্যা ও বাজারজাতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাঠ প্রদর্শনীতে তরমুজ, কুমড়া, বেগুন, করলা, লাউ ও অন্যান্য সবজি প্রদর্শন করা হয়, যা উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে। এই অনুষ্ঠানে শতাধিক সুবিধাভোগী কৃষক, বিভিন্ন স্তরের মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গাক-এর এই উদ্যোগ কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং উচ্চ মূল্যের ফসল চাষে উৎসাহিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন: