পুরনো বোতলে নতুন মদ নিয়ে ফিরছে জামায়াত

শেয়ার করুন:

 

পুরনো বোতলে নতুন মদ নিয়ে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী! অবাক হচ্ছেন? জামায়াত তো ইসলামী সংগঠন, তারা কীভাবে এই কাজটা করছে? ঘটনা আসলে মদঘটিত ব্যাপার না হলেও এই কথার অর্থ একই। অর্থাৎ নতুন মোড়কে আসছে জামায়াত ইসলামী। সরকার জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করলে সেক্ষেত্রে নতুন দল গঠন করার চিন্তা ভাবনা করছে স্বাধীনতাবিরোধী এই সংগঠনটি। তবে নতুন দল গঠন করার সিদ্ধান্ত নিলেও সংগঠনের নামের শেষে ইসলামী যোগ করার চিন্তা থেকে সরে আসছে বলে সূত্র জানিয়েছে। তবে জামায়াতে ইসলামীর মূল নীতির সাথে নতুন দলের কোনো নীতি পরিবর্তন হবে না বলে জানিয়েছে একাধিক সূত্র।

মূলত দলের যুদ্ধাপরাধের দায়ে সিনিয়র নেতাদের ফাঁসি, রাজনৈতিক মামলা ও ক্ষমতা থেকে দূরে থাকা জামায়াতে ইসলামী ঘুরে দাঁড়াতে নতুন নামে আত্মপ্রকাশের পরিকল্পনা করছে। স্বাধীনতা যুদ্ধে ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও দল হিসেবে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। স্বাধীনতার বিরোধিতা করায় জনগণের কাছে ক্ষমা না চাওয়া ও যুগোপযোগী সংস্কার আনতে না পারায় সম্প্রতি দলের সিনিয়র নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পদত্যাগ করেন। একই দাবি নিয়ে সরব শূরা সদস্য মজিবুর রহমান মঞ্জুকেও বহিষ্কার করে জামায়াত। এরপরই জামায়াতে ইসলামীর নাম পাল্টে নতুন নামে আত্মপ্রকাশের বিষয়টি চাউর হয়।

জামায়াতে ইসলামীর একাধিক ইউনিটের নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকা জামায়াতে ইসলামী নতুন দল গঠনের কার্যক্রম এগিয়ে নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এ কমিটির প্রধান করা হয় দলের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে। যদি জামায়াতে ইসলামীকে সরকার নিষিদ্ধ করে তবেই নতুন দলের আত্মপ্রকাশ ও কার্যক্রম প্রকাশ্যে আসবে। তার আগে নতুন নামে প্রকাশ্যে আসতে চায় না দলটি। এ সময় জামায়াতে ইসলামীর স্বাভাবিক সক্রিয়তা চলমান থাকবে।

জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুদ্ধাপরাধের দায়ে সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করলেও বিলুপ্ত হবে না জামায়াত। এ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা বলেন, ‘যুদ্ধাপরাধের অভিযোগে যদি আদালত জামায়াতকে নিষিদ্ধ করে তবেই নতুন দল কার্যক্রম শুরু করবে। তবে বিলুপ্ত হবে না জামায়াত। বরং নতুন দলে জামায়াতেরই কর্তৃত্ব ও প্রভাব থাকবে।

শেয়ার করুন: