পাবনায় মোবাইল এ্যাপস প্রশিক্ষণের কোর্সের টি শার্ট ও মাস্ক বিতরন

শেয়ার করুন:

আজ পাবনায় স্কিল ফর মোবাইল এ্যাপস ডেভলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষণ কোর্সের টি-শার্ট ও মাস্ক বিতরন করা হয়। উক্ত টি-শার্ট ও মাস্ক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয়কারী মোঃ মনিরুল ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন পাবনা জেলার, প্রশিক্ষণ ভ্যানু পাবনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), রাজাপুর, পাবনায় গত ১১ সেপ্টে: ২০২১ তারিখে কোর্স শুরু হয়ে ৫০ দিন (২০০ ঘণ্টার) প্রশিক্ষণ শেষে, মেন্টোরিং ক্লাস শুরু করা হয়েছে । এই প্রকল্পের প্রশিক্ষণে পাবনা জেলা থেকে ৪ ব্যাচে প্রায় ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। ফ্লাটার প্লাটফর্ম ও ডার্ট ভাষা ব্যবহার করে ক্রস প্লাটফর্মে এ্যাপস তৈরীর প্রশিক্ষণ হয়। এই এ্যাপস এন্ড্রয়েট মোবাইল, আইফোন, উইন্ডোস সহ সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে। প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরন করা হবে।

শেয়ার করুন: