পাবনায় সড়ক দুর্ঘটনায় শামছুর রহমান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমানসহ বিএনপির ৫ নেতা-কর্মী গুরুতর আহত
কামরুজ্জামান টিপু : পাবনায় বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এবং পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ পাঁচজন বিএনপি নেতা-কর্মী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিএনপির তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সুজানগর থেকে ফেরার পথে পাবনার একদন্ত সড়কে তাদের বহনকারী গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি ছিল বেশ তীব্র, এবং এতে গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় শামছুর রহমান শিমুল বিশ্বাস হাতে ও পায়ে আঘাত পান। হাবিবুর রহমান হাবিবও পায়ে গুরুতর জখম হন। সবচেয়ে বেশি আহত হয়েছেন শিমুল বিশ্বাসের সহকারী ও বেগম খালেদা জিয়ার সাবেক সিএসএফ সদস্য এনামুল হক, যার চোখ-মুখে গুরুতর জখম লেগেছে। পাশাপাশি বেড়া উপজেলা বিএনপির রইস বিশ্বাস এবং শিমুল বিশ্বাসের গাড়িচালকও গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সবাই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং বিএনপি দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁদের দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
