পাবনায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

পাবনায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
শেয়ার করুন:

এ কে খান :

সারা দেশের ন্যায় পাবনায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। পাবনা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ৫-অক্টোবর পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার শীর্ষক আলোচনায় নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফ আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুস্তম আলী হেলালী ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা প্রমুখ। শিক্ষকদের মধ্য থেকে শহীদ বুলবুল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ,পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ইকবাল হুসাইন, পাবনা কলেজের উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক, পাবনা সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, জাকির হোসেন একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মতিন ও পাবনার সেন্ট্রাল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা আনোয়ার হোসেন প্রমুখ শিক্ষক দিবস উৎযাপন উপলক্ষে নানা পরামর্শ মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আব্দুল মালেক ও গীতা পাঠ করেন বিমান কৃষ্ণ সরকার। অনুষ্ঠানে বক্তারা বলেন মহান আল্লাহ ও নবী করিম সঃ নিজেরাই ছিলেন শিক্ষক। তারা আরও বলেন শিক্ষা জাতীর মেরুদণ্ড। মেরুদণ্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না তেমনি শিক্ষাহীন জাতি সমাজে মাথা উঁচু করে চলতে পারে না। শিক্ষকদের সমস্যা, সম্ভাবনা, চাওয়া পাওয়ার বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন শিক্ষকদের বিবেক বুদ্ধি দিয়ে শিক্ষাদান করতে হবে। বক্তারা আরও বলেন শিক্ষকগন ইচ্ছা করলে অল্প সময়ের মধ্যে শিক্ষার আমুল পরিবর্তন করতে পারে। শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সময়ে নানান কারিকুলাম ব্যবহারে শিক্ষার প্রতিবন্ধকতা সৃষ্টির হয়েছে তার উপর আলোচনা করা হয়। অনুষ্ঠানে পাবনার অতিরিক্ত প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ পাবনা সদর উপজেলার সরকারি, বেসরকারি উচ্চ বিদ্যালয়, হাই স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাধারণ শিক্ষক, প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে একটি রেলি শহরের প্রধান রাস্তা প্রদক্ষিন করে শিল্প কলা একাডেমীতে শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন পাবনা টাউন গার্লস স্কুলের শিক্ষক মোঃ রুহুল আমিন।

শেয়ার করুন: