বাংলাদেশে নির্বাচন কমিশন গঠন করার জন্য একটি অনুসন্ধানী কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
শনিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে।
তাদের এই কাজে সার্বিক সহায়তা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগেও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। তবে বাংলাদেশে এবারই প্রথম আইনের মাধ্যমে সার্চ কমিটি কাজ করতে যাচ্ছে।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ গত মাসেই পাশ হয়েছে বাংলাদেশের সংসদে।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ১৪ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে।
নির্বাচন কমিশন গঠনের নতুন আইন অনুযায়ী, এই অনুসন্ধান কমিটির প্রধান দুজন সদস্য হবেন হাইকোর্ট ও আপিল বিভাগের দুজন বিচারপতি, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান যাদেরকে প্রধান বিচারপতি মনোনয়ন দেবেন।
এছাড়া সরকারি কর্মকমিশন বা পিএসসি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন এবং মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী পদাধিকার বলে থাকবেন। আর বাকী দুজন সদস্য হবেন রাষ্ট্রপতির মনোনীত। যাদের একজন নারী এবং একজন পুরুষ হবেন।
শনিবার ঘোষিত অনুসন্ধান কমিটিতে রাষ্ট্রপতি মনোনীত দুইজন সদস্য হলেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
এই অনুসন্ধান কমিটি গঠনের ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করার বাধ্যবাধকতা রয়েছে আইনে।
প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারের প্রতিটি পদের জন্য দুই জন করে মোট ১০ জনের নাম প্রস্তাব করবে অনুসন্ধান কমিটি। তাদের মধ্য থেকে একজন প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ জনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।