নাটোর ও বগুড়া টিএমএসএসের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, প্রখ্যাত নারী সংগঠক, বিশিষ্ট সমাজ সেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ এন্ড রিজিলিয়েন্ট ট্রান্সফরমেশন প্রজেক্ট-ফিশারীজ উপ প্রকল্পটি বগুড়া, সিরাজগঞ্জ ও নাটোর জেলায় বাস্তবায়িত হচ্ছে। অর্থাৎ মৎস্য সাব সেক্টরে স্থিতিস্থাপক সবুজ বৃদ্ধির জন্য প্রযুক্তি ও অনুশীলন গ্রহণ করা উপ প্রকল্পের স্টাফ কর্মশালাটি শনিবার টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইন অফিস কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
নাটোর ডোমেইনের ডোমেইন প্রধান, সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্দেশ্যে, সমস্যা, সম্ভাবনাসহ নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী ডোমেইন প্রধান,এডি মীর মতিয়ার রহমান। এসব এলাকায় ৩০০০ ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে SMART- Fisheries উপ-প্রকল্পটি আগামী ৪ বছর পর্যন্ত তৃণমূল পযায়ে জেলা গুলোর বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করবে। কর্মশালায় নাটোর জোন প্রধান এ এসএম আরিফুল বাশার, পাবনা জোন প্রধান আরিফুল ইসলাম, পুঠিয়া জোন প্রধান আজিজুল হক ও চাটমোহর জোন প্রধান ইউনুচ আলী প্রমুখ বক্তব্য দেন। শুক্রবার বগুড়া জেলা ও শনিবার নাটোর জেলার নাটোর ডোমেইন অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৭ টি রিজিয়ন প্রধান রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, দুলাল হোসেন, হারুনর রশীদ দেলোয়ার হোসেন, আঃ আলীম ও আবুল কালাম আজাদ প্রমুখ অংশ নেয়। এ ছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট ১৪টি শাখার শাখা প্রধান, ১৪ হিসাব কর্মকর্তা কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় প্রজেক্ট ম্যানেজার শেখ মোহাইমিনুল হক, টেকনিক্যাল অফিসার মাহফুজুল করিম প্রকল্প সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক মোঃ আঃ কুদ্দুস।

শেয়ার করুন: