মুফতী কাজী সৈয়্যদ মুহাম্মদ খলিলুর রহমান চাটগামী:: “জেনে রাখো, সমগ্র উম্মত এ বিষয়ে একমত যে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো নবীর শানে কোনো রকম অবজ্ঞা প্রদর্শন করা কুফরি। এ কাজটি কেউ বৈধ মনে করেই করুক বা নিষিদ্ধ মনে করে করুক—এ বিষয়ে আলেমদের মধ্যে কোনো মতভেদ নেই।” (তাফসির রূহুল বয়ান, সূরা তাওবা ব্যাখ্যা, ৩য় খণ্ড, পৃষ্ঠা-৪১৪)
ইবনে আত্তাব বলেছেন— “কুরআন ও সুন্নাহ এ নির্দেশ দেয় যে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রকার কষ্ট দেয়, অবমাননা বা অবজ্ঞা করার উদ্দেশ্যে, ইঙ্গিতে বা সরাসরি, নবিজির শানে সামান্য পরিমাণেও আঘাত করে, তাকে হত্যা করা ওয়াজিব।” (ইমতা‘উল আসমা‘, ৩৭৮ পৃষ্ঠা)
“আমাদের কিছু আলেম বলেছেন— সকল আলেম এ বিষয়ে একমত যে, যে ব্যক্তি কোনো নবীর জন্য অপছন্দনীয় কোনো বস্তু বা কোনো অনিষ্টতা কামনা করে, তাকে বিনা তওবা গ্রহণের সুযোগেই হত্যা করা ওয়াজিব।” (আল-শিফা, ২য় খণ্ড, ২১৭ পৃষ্ঠা) …
