ঢাকায় টিএমএসএসের প্রধান কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ

শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারপার্সোন অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের ঢাকার প্রধান কার্যালয়ে এলাকার অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টিএমএসএসের মীরপুর কাজীপাড়ার প্রধান কার্যালয় কর্তৃক আয়োজিত ৫ এপ্রিল শনিবার টিএমএসএস এর বায়নাকৃত জমির উপর এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপি কেন্দ্রিয় কার্যনিবাহী কমিটির সদস্য মোঃ মামুন হাসান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ রোমন, বাংলাদেশ সচিবালয়ের অফিসার ইনচার্জ আব্দুল কাদের, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সদস্য কাফরুল থানা বিএনপি আহসান উল্ল্যাহ হাসান, কাজীপাড়া বাড়ী মালিক সমিতির সভাপতি ও মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কবির হোসেন মিন্টন প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএস উপদেষ্টা প্রফেসর ডঃ সনজন কে দাস, উপদেষ্টা মোঃ আব্দুস সালাম ভূঁইয়া, পরামর্শক মোঃ নুরুল ইসলাম, নির্বাহী পরামর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম, উপ-নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুল কাদের, পরিচালক, ড. ফাতেমা খাতুন রিমা, সেক্টর প্রধান  ডঃ নিগার সুলতানা, পরিচালক মোঃ আবুল বাশার ভূঁইয়া, সেক্টর প্রধান জাহিদ খান, ডোমেইন প্রধান শাকিল বিন আজাদ, যুগ্ম-পরিচালক খান সিরাজুল ইসলাম, আজীবন সদস্য অসিম কুমার ঘোষ প্রমুখ। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন ও বাস্তবায়নকারী হিসেবে কাজ করেন পরিচালক ড. ফাতেমা খাতুন রিমা। এলাকার অসহায়, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত ১ হাজার মানুষের মধ্যে টিএমএসএসের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ৩০ মার্চ বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিস চত্বরে স্থানীয় দুঃস্থ অসহায় ৩০  হাজার মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ও বর্তমান তরুণ প্রজন্মের অহংকার টিএমএসএসের আওতাধীন পরিচালিত বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার এ কাজে অংশ গ্রহণ করেন। এ সময়  টিএমএসএস ফাউন্ডেশন অফিসের উর্ধ্বতন কর্মকর্তা,নানা শ্রেণি পেশার মানুষ, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধা ভোগী মানুষ, এনজিও কর্মী, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান, মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: