ঢাকায় আনসার-ভিডিপি’র সদর দপ্তর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন:

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান সংস্কার, সক্ষমতা ও সদস্যদের উদ্বুদ্ধ করতে বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তর পরিদর্শনে করেন অন্তবর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অবঃ লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি। তিনি ১৫ জানুয়ারি বাহিনীর ঢাকার সদর পৌঁছালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি তাঁকে স্বাগতম জানান। পরিদর্শন পরবর্তী বাহিনীর মহাপরিচালক ও উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাহিনীর চলমান সংস্কার ও সক্ষমতাসহ নানা বিষয় সম্পর্কে অবগত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবী গ্রামীন ভিডিপি সদস্যদের উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের নিজেদের স্বাবলম্বী, আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরীর মাধ্যমে বেকারত্ব দূরীকরণের বিষয়ে অবহিত করা হয়। এসময়  বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালক, পরিচালক সহ বিভিন্ন পদবীর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃংখল জনসম্পৃক্ত বাহিনী। এই বাহিনীর প্রায় ৬০ লক্ষ জনবল দেশের যেকোন প্রাকৃতিক দুর্যোগ, নির্বাচন, পূজাসহ বিভিন্ন জরুরী মুহূর্তে অন্য বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করে থাকে। এমন সময় তিনি নির্বাচন ও পূজা মন্ডপে আনসার-ভিডিপি সদস্যদের মুখ্য ভূমিকা পালনের ভূয়সী প্রশংসা করেন। অঙ্গীভূত আনসার সদস্যদের রেস্টপ্রথা বাতিলের মাধ্যমে একটানা চাকুরির বিষয়টি উল্লেখ করেন তিনি। তিনি আরোও বলেন, দেশের বেকারত্বের হার কমানোর লক্ষ্যে আনসার ও ভিডিপি’র সাথে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে প্রায় এক লক্ষ স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য’র কর্মসংস্থানের সৃষ্টি করবে যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আনসার-ভিডিপি সদস্যদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক উন্নয়ন মূলক কাজের সাথে সম্পৃক্ত করা এবং চাহিদা অনুযায়ী গুরুতপূর্ন স্থানে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে সরকারের। বাহিনীর মহাপরিচালক মহোদয় সর্বদা আনসার ভিডিপি সদস্যদের উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনে কাজে লাগাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরোও দক্ষ করে তোলা হচ্ছে।

শেয়ার করুন: