বিশেষ প্রতিনিধি।।
মহান স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রপথিক দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক,টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারপার্সন ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম শোক জ্ঞাপন করেছেন।এক শোক বার্তায় তিনি বলেন একাত্তরের ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা,জাতীয় ঔষধ নীতি প্রনয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে কম খরচে দরিদ্রদের চিকিৎসা সেবায় তাঁর অবদান জাতি চির স্বরণীয় রাখবে।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বলেন,ডাঃ জাফরুল্লাহ চৌধুরী টিএমএসএসের স্বাস্থ্য সেবাকে স্থায়িত্ব করণ,স্বল্প খরচে সেবা দেওয়ার কৌশল প্রনয়ণের স্থপতি হিসাবে এই সংস্থার নিবেদিত প্রাণ হিসাবে অবৈতনিক উপদেষ্টা ছিলেন।তিনি সৎ,নির্লোভ,নির্ভিক একাশি বছরের চির তরুণ এই বীর তাঁর জীবনকাল ব্যাপী ব্যয় করেছেন দেশ ও জাতীয় কল্যানে।তিনি তাঁর কাজের স্বীকৃতি স্বরুপ পেয়েছেন দেশ বিদেশের সম্মাননা ও নানা পুরস্কার।এই মহান কর্মবীরের মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশ সেবক ও টিএমএসএস একজন পরম হিতৈষী বন্ধুকে হারিয়েছে।তাঁর মৃত্যুতে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম ব্যক্তিগত ভাবে ও টিএমএসএস পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ কাছে তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার জন্য মহান আল্লাহ’র কাছে দোয়া কামনা করেন।এছাড়া ঢাকার সফেন ফাউন্ডেশনের চেয়ারম্যান,দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড.খান আসাদুজ্জামান পিভিএমএস এবং পাবনা থেকে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আঃ খালেক পিভিএমএস ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন।তাঁরা শোকার্ত পরিবারের প্রতি ধৈর্য্য ধারণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করার পাশাপাশি তাঁর ভক্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।