ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন জাবি শিক্ষার্থী বিজ্ঞানপ্রিয় প্ল্যাটফর্মের শাওন মাহমুদ

শেয়ার করুন:

আসিফ সরকার, জাবি প্রতিনিধি::

বিজ্ঞান শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ‘বিজ্ঞানপ্রিয়’ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা শাওন মাহমুদ।
প্রতি বছর ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে প্রয়াত প্রিন্সেস ডায়ানার স্মরণে এই পুরস্কারটি প্রদান করা হয়। ১০ থেকে ২৫ বছর বয়সী তরুণ সমাজসেবীদের উদ্ভাবনী কাজ ও ইতিবাচক পরিবর্তনের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
২০১৮ সালে শাওন মাহমুদ প্রতিষ্ঠা করেন ‘বিজ্ঞানপ্রিয়’, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম বাংলা ভাষার বিজ্ঞানভিত্তিক নেটওয়ার্ক। ছয় বছরের মধ্যে এটি ১৫ লাখের বেশি বিজ্ঞানপ্রেমীর কমিউনিটি গড়ে তুলেছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে তৈরি হয়েছে ২৫ হাজারের বেশি ডিজিটাল কনটেন্ট, ৩৫০টিরও বেশি বিজ্ঞানভিত্তিক তথ্যচিত্র, এবং ২,৫০,০০০-এরও বেশি বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর।
শাওনের অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প ‘প্রজেক্ট প্রাচি’। এর লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার পরিবারের অন্তত একজনকে প্রাথমিক চিকিৎসায় দক্ষ করা। ইতোমধ্যে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ডায়ানা অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাওন বলেন, “এটি শুধু একটি পুরস্কার নয়, বরং আমাদের দীর্ঘ পথচলার স্বীকৃতি। বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান নেটওয়ার্ক তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছি, যেখানে বাঙালি গবেষকরা ও প্রান্তিক শিক্ষার্থীরা একযোগে কাজ করবে। দেশের মেধাবীদের ধরে রাখতে গবেষণাকেন্দ্রিক কর্মসংস্থান বাড়ানো অপরিহার্য।”
তিনি আরও জানান, প্ল্যাটফর্মের সূচনালগ্নে মাত্র ১০ জনের একটি দল নিয়ে যাত্রা শুরু করেন। প্রথমে ১০ লাখ মানুষের ওপর একটি জরিপ পরিচালনা করেন, যেখানে দেখা যায় ৭৬ শতাংশ মানুষ বিজ্ঞানকে দৈনন্দিন জীবনে পুরোপুরি বিশ্বাস করতে পারে না, আর ৬১ শতাংশ বিজ্ঞানকে ট্যাবু মনে করে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাধারণ মানুষের মাঝে বিজ্ঞানের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিজ্ঞানপ্রিয় কাজ শুরু করে।
ডায়ানা অ্যাওয়ার্ড তরুণ সমাজসেবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি, যা তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সমাজে ইতিবাচক পরিবর্তনে উৎসাহ জোগায়। এ বছর শাওন মাহমুদ সহ বাংলাদেশের ৪জন তরুণ পেয়েছেন অত্যন্ত সম্মানজনক এই পুরস্কার।

শেয়ার করুন: