টিএমএসএস সিলেট ডোমেইনের কর্মশালা সফলভাবে সম্পন্ন: টেকসই উন্নয়নের উপর জোর

টিএমএসএস, সিলেট ডোমেইনের কর্মশালা সফলভাবে সম্পন্ন: টেকসই উন্নয়নের উপর জোর
শেয়ার করুন:

টিএমএসএস, সিলেট ডোমেইনের কর্মশালা সফলভাবে সম্পন্ন: টেকসই উন্নয়নের উপর জোর

এ কে খান :

বিশিষ্ট সমাজ সেবক ও আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর আওতাধীন পরিচালিত অপারেশান-৭ সিলেট ডোমেইন কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘ডোমেইনের কার্যক্রমের টেকসই উন্নয়ন’ শীর্ষক কর্মশালা গত ০৩/০৮/২০২৫ তারিখে সফল ভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালায় কর্মসূচির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।টিএমএসএসের সিলেট ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ ওয়াকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএস এর গর্ব সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ ও মাইক্রোফাইন্যান্সের ‘MIRACLE MAN’ হিসেবে পরিচিত মোঃ সোহরাব আলী খান। অনুষৃঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক, অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও ট্রেনিং ডিপার্টমেন্টের পরিচালক ফয়জুন্নেসা প্রমুখ। সোহরাব আলী খান উপস্থিত সকলকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি এ প্রতিষ্ঠানটি কে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি এলাকা ভিত্তিক নতুন নতুন প্রকল্প চিহ্নিত করে সে মোতাবেক কাজ করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। মোঃ মাহবুবুর রহমান উপস্থিত সকলকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করে গড়ে তোলার জন্য আহবান জানান। কর্মশালায় অংশ গ্রহণকারী হিসেবে সিলেট ডোমেইনের পাঁচটি জোনের জোন প্রধান, কয়েক জন রিজিয়ন প্রধান, শাখা ব্যবস্থাপক এবং কয়েকজন প্রোগ্রাম অফিসার উপস্থিত ছিলেন। কর্মশালার প্রধান লক্ষ্য ছিল টিএমএসএস-এর কার্যক্রম গুলোকে দীর্ঘমেয়াদী ও টেকসই করা। এই লক্ষ্যে উপস্থিত উর্ধ্বতন কর্মকর্তারা অংশ গ্রহণকারীদের বিভিন্ন মোটিভেশনাল দিক নির্দেশনা প্রদান করেন এবং কর্মসূচির টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিমালা নিয়ে আলোচনা করেন। এসব আলোচনা কর্মসূচির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সার্বিক উন্নয়নকে টেকসই করতে সাহায্য করবে বলে আশা করা যায়। এই কর্মশালা টিএমএসএস-এর লক্ষ্য পূরণে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

শেয়ার করুন: