টিএমএসএস’র নাজিরপুর রিজিয়নে ত্রৈমাসিক কার্য অগ্রগতি সভা অনুষ্ঠিত : প্রান্তিক উন্নয়নে নতুন কৌশল গ্রহণ

দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস
শেয়ার করুন:

টিএমএসএস’র নাজিরপুর রিজিয়নে ত্রৈমাসিক কার্য অগ্রগতি সভা অনুষ্ঠিত : প্রান্তিক উন্নয়নে নতুন কৌশল গ্রহণ
এ কে খান : নাটোর: দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর অপারেশন-১১ নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত নাজিরপুর রিজিয়নে গতকাল শুক্রবার, ১৮ জুলাই, ত্রৈমাসিক কার্যঅগ্রগতি, পর্যালোচনা ও কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজ সেবক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক মানের সংস্থাটি প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে তাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে এই সভার আয়োজন করে। নাজিরপুর রিজিয়ন কার্যালয়ে আয়োজিত এই সভায় গত তিন মাসের কার্যক্রমের বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। একইসাথে আগামী দিনের কর্মপরিকল্পনা এবং নতুন কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা দেন টিএমএসএস’র অপারেশন-১১ নাটোর ডোমেইনের ডোমেইন প্রধান মো. রফিকুল ইসলাম। তিনি সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী ডোমেইন প্রধান মীর মতিয়ার রহমান, নাটোর জোন প্রধান দেব নারায়ণ সাহা এবং রিজিয়ন প্রধান মোঃ হারুনর রশীদ। বক্তারা টিএমএসএস-এর সেবাসমূহকে ভবিষ্যতে আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন নতুন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে টিএমএসএস’র ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সকল কর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়, যাতে তারা টিএমএসএস-এর লক্ষ্য অর্জনে নিরলস ভাবে কাজ করতে পারেন। এই সভার মাধ্যমে নাজিরপুর রিজিয়নের কার্যক্রমে নতুন গতি আসবে এবং জনকল্যাণমূলক কর্মসূচিগুলো আরও সফলভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এ সময় এই রিজিয়নের সাতটি শাখার সকল মাঠকর্মী উপস্থিত ছিলেন। গত তিন মাসে কাজের ভালো ফলাফল অর্জন করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনজন মাঠকর্মীকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন: