আসিফ সরকার, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৪তম প্রজাপতি মেলায় পরিবেশ ও প্রজাপতি সংরক্ষণবিষয়ক লেখালেখির জন্য ডিজিটাল ক্যাটাগরিতে “বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪” পেয়েছেন তরুণ সাংবাদিক মো. সজীবুর রহমান সজীব।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত প্রজাপতি মেলার সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মেলার আহ্বায়ক তার হাতে এই সম্মাননা তুলে দেন। মেলায় এক বছরের উল্লেখযোগ্য কাজের জন্য প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের পুরস্কৃত করা হয়।
মো. সজীবুর রহমান সজীব বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তিনি বাহান্ন নিউজ এবং দৈনিক জনবাণী পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
জীববৈচিত্র্য, প্রকৃতি এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করছেন সজীব। তার বেশ কয়েকটি প্রতিবেদন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে তার লেখা গবেষণামূলক ফিচার এবং সমস্যাগ্রস্ত পরিবেশের সমাধানকেন্দ্রিক প্রতিবেদনের জন্য তিনি প্রশংসিত হয়েছেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় সজীব বলেন, “এই পুরস্কার শুধু সম্মাননা নয়, এটি কাজের প্রতি দায়বদ্ধতা এবং উৎসাহ বৃদ্ধি করে। আমাকে সম্মানিত করার জন্য আমি কৃতজ্ঞ।”
‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রতিবছর প্রজাপতি সংরক্ষণ ও প্রকৃতি রক্ষায় লেখালেখি ও গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সাংবাদিকদের উৎসাহিত করতে প্রদান করা হয়।
জাবিতে ‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন সজীব
