মাশুমদিয়া খানেবাড়ী, আমিনপুর, পাবনায় শ্রীশ্রী গুরু গৌরাঙ্গ মহন্ত আশ্রমে তিন দিন ব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্ট কালীন লীলা গুণনাকীর্তন মহোৎসব চলছে। আয়োজনে গৌর পাগলের ভক্তবৃন্দ। বিশ্ব মানবতার কল্যান, দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা গুণনাকীর্তন করা হচ্ছে। লীলা কির্তন পরিবেশনায় শ্রীমতি কৃষ্ণা পাল, মনিরামপুর, যশর; শ্রী উত্তমানন্দ দাস (উজ্জ্বল), যশোর; শ্রী বিকাশ কুমার গাঙ্গুলী, ঝিনাইদহ। সারাদিন লীলা কীর্তন শুনতে দুরদুরান্ত থেকে ভক্তরা আসছে। ভক্তদের সেবায় আশ্রম প্রাঙ্গনে খাবারের ব্যবস্থা আছে। ত্যাগেই শান্তি এই দিক্ষায় গৌর পাগলের ভক্তবৃন্দ নিজেদেরকে প্রতিষ্ঠত করতে চায়। অনুষ্ঠানে শত শত মানুষের আগমনে খানেবাড়ির স্বর্গীয় বিরাজ সাহার বাড়ীর পার্শ্বে শ্রীশ্রী গুরু গৌরাঙ্গ মহন্ত আশ্রমে মুখরিত হয়েছে। অনুষ্ঠান ২রা এপ্রিল থেকে ৪ঠা এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে। এলাকার হিন্দু-মুসলিম সকলেই সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সুন্দর ভাবে শেষ হবে সকলের আশা।
গৌর পাগলের তিরোধান উপলক্ষে লীলা কীর্তন
