গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বাসে হামলা: পাঁচজন কর্মী নিহত, হামাসকে দায়ী!

গাজার চিত্র
শেয়ার করুন:

গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বাসে হামলা: পাঁচজন কর্মী নিহত, হামাসের দিকে অভিযোগের আঙুল

দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের একটি বাসে হামলার ঘটনায় অন্তত পাঁচজন কর্মী নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় ফাউন্ডেশনটি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে দায়ী করেছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, বাসটিতে দুই ডজনেরও বেশি ফিলিস্তিনি সহকর্মী ছিল, যারা খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় একটি বিতরণ কেন্দ্রে যাচ্ছিলেন। ফাউন্ডেশন এটিকে “নিষ্ঠুরভাবে আক্রমণ” বলে অভিহিত করেছে এবং বলেছে যে, এই হামলায় তাদের কিছু কর্মী নিহত ও আহত হওয়ার পাশাপাশি বন্দী হওয়ার আশঙ্কাও রয়েছে।

যদিও সংস্থাটি এখনও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে, তারা জানিয়েছে অন্তত পাঁচজন কর্মী প্রাণ হারিয়েছেন এবং আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

এদিকে, হামাস এই দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে সপ্তাহের শুরুতে হামাস অস্বীকার করেছিল যে তারা ফাউন্ডেশনকে কোনো ধরনের হুমকি দিয়েছে। ফাউন্ডেশন এর আগে দাবি করেছিল যে, তাদের কার্যক্রমের বিরুদ্ধে হামাস থেকে “সরাসরি হুমকি” এসেছে।

ডন

শেয়ার করুন: