গাক কর্তৃক প্রয়াত কর্মীর পরিবারকে চূড়ান্ত দেনা-পাওনা ও স্টাফ সিকিউরিটি বেনিফিট হস্তান্তর

মরহুম মনির হোসেনের চূড়ান্ত দেনা-পাওনা এবং স্টাফ সিকিউরিটি বেনিফিটের চেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
শেয়ার করুন:
গাক কর্তৃক প্রয়াত কর্মীর পরিবারকে চূড়ান্ত দেনা-পাওনা ও স্টাফ সিকিউরিটি বেনিফিট হস্তান্তর

এ কে খান : দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ উন্নয়ন কর্ম (গাক) তাদের চান্দাইকোনা শাখার প্রয়াত সিনিয়র ফিল্ড অফিসার মরহুম মনির হোসেনের প্রতি সম্মান জানিয়ে ও তার পরিবারের প্রতি দায়বদ্ধতা পূরণে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সম্প্রতি, মরহুম মনির হোসেনের চূড়ান্ত দেনা-পাওনা এবং স্টাফ সিকিউরিটি বেনিফিটের চেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই চেক হস্তান্তর অনুষ্ঠানে গাক পরিবারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (মনিটরিং এন্ড রিভিউ), মোঃ রাফিউল ইসলাম এবং মোঃ খোরশেদ আলম, যুগ্ম-পরিচালক (ফাইন্যান্স এন্ড একাউন্টস); মোহাম্মদ আরমান হোসেন, উপ-পরিচালক; মোঃ জিয়া উদ্দিন সরদার, সহকারী পরিচালক ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। গাক কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা তাদের সহকর্মীদের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্ববোধ পালনে সর্বদা সচেষ্ট। এই উদ্যোগটি তাদের সেই অঙ্গীকারেরই প্রতিফলন। প্রতিষ্ঠানটি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই ধরনের পদক্ষেপ কর্মীদের মনোবল বৃদ্ধি করে এবং প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা সুদৃঢ় করে। গাক-এর এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে অন্য সংস্থাকেও তাদের কর্মীদের প্রতি দায়বদ্ধতা পূরণে অনুপ্রাণিত করবে।
শেয়ার করুন: