এবার ভোলায় ইউপি নির্বাচনে চমক দেখাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন:

ইমরান তাহির (ভোলা):
অন্য রাজনৈতিক দলের মতো নির্বাচনী মাঠ চোষে বেড়াচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলার হাতপাখা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থীরা। আসন্ন ৫ জানুয়ারী ২০২২ইং ইউপি নির্বাচনে পঞ্চম ধাপে ভোলা সদরের ১৩ টি ইউনিয়নের মধ্যে শুধু কাচিয়া ইউনিয়ন বাদে বাকি ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ এবিসিবার্তা ভোলা প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী বলেন, “৫ জানুয়ারী ২০২২ইং ইউপি নির্বাচনে চমক দেখাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ” ।

তিনি আরো বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন-এ হাতপাখা মার্কার প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ”। তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন-এর জন্য ভোলায় প্রতিটি ইউনিয়নে ম্যাজিষ্ট্রেটের তদারকি রাখার।

শেয়ার করুন: