ইসরায়েল-ইরান সংঘাত নিরসনে রাশিয়া ভূমিকা রাখতে পারে

রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও কিরিল দিমিত্রিভ
শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক(তাস) : ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে রাশিয়া একটি “গুরুত্বপূর্ণ ও ভারসাম্যপূর্ণ ভূমিকা” পালন করবে বলে মন্তব্য করেছেন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF)-এর প্রধান কিরিল দিমিত্রিয়েভ। “ইসরায়েল-ইরান সংঘাত নিরসনে রাশিয়া ভূমিকা রাখতে পারে : কিরিল দিমিত্রিয়েভ”. 

রবিবার (১৬ জুন) এক আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, “রাশিয়া ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করেছে এবং বর্তমান ইসরায়েল-ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত।”

তিনি আরও জানান, “যুদ্ধ নয়, সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের জন্য আন্তর্জাতিক সমাজকে আরও সক্রিয় হতে হবে। রাশিয়া এই অঞ্চলে উত্তেজনা কমিয়ে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করবে।”

বিশ্লেষকদের মতে, রাশিয়া একদিকে যেমন ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করে, তেমনি ইসরায়েলের সাথেও যোগাযোগ বজায় রেখে চলেছে। তাই এই সংকটময় সময়ে মস্কো উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে একটি সমঝোতার পথ বের করে আনার সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে বিবেচিত হচ্ছে।

ইসরায়েল-ইরান সংঘাত নিরসনে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আরডিআইএফ প্রধান

ট্রাম্পও দিয়েছেন পুতিনের মধ্যস্থতার প্রতি সমর্থন

তিনি আরও বলেন, “রক্তপাত নয়, সংলাপই হতে হবে পথ। শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে, এবং রাশিয়া সেই লক্ষ্যে এগিয়ে যেতে প্রস্তুত।”

এদিকে এর আগেই, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত সমাধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতার যেকোনো উদ্যোগের প্রতি আমি উন্মুক্ত।”

বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইসরায়েলের সাথেও কৌশলগত যোগাযোগের কারণে মস্কো এই সংকট নিরসনে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন: