“আমার মা”। লিরিক্স রচনায়: শাহ আহমদ ফজলে রাব্বী উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও ভিডিপি।

শেয়ার করুন:


তুমি আমার মা,

স্রষ্টার প্রথম পরিচয়। তুমি আমার মা, জীবনের প্রথম বাক্য।তুমি আমার মা, জীবনের ঘুম ভাঙ্গানো গান।তুমি আমার আধারতুমিই আমার জীবন, অস্হিত্ব।আমার মা, আমার জন্মভূমি, স্বতন্ত্র পতাকা।শুষ্ক মরুর বুক চিরে যুগিয়েছ অন্ন, করেছ ঋনী, বাঁচিয়েছ প্রান। তোমার সান্নিধ্য আমায় করেছে ধন্য,তোমার জ্ঞান আমাকে জ্ঞানী।তোমার আলোকবর্তিকা আজ আমারি হাতে।ধন্য আমি আজ তোমায় পেয়ে।তুমি মা, যুগে যুগে মহান, সকল সন্তানের প্রেরনাপরিবর্তন তোমাকে স্পর্শ করে না।বিদেশ বিভূঁইয়ে বুঝেছি মা তোমায়ভেঙ্গেছে হৃদয়, পেয়েছি ব্যাথা। খোঁজ না নিয়ে থেকেছি আত্নকেন্দ্রিক সবসময়তোমারি কথার অবাধ্য হয়ে মা আজহতে পারিনিকো মহান।যতটুকু হয়েছি আজ শুধুই তোমার অবদান।তুমি আমার প্রেরণা এগিয়ে যাবার, বেঁচে থাকার অনুভূতি, একটি সহানুভূতি। তোমার কথা মানলে মাগো হতাম আরো বড়,দু:খ আমার ঘুরতো না আজ পিছু পিছু।তোমারি কথা আমারি হৃদয়ে জাতীয় সঙ্গীত, বাজে প্রতিদিন। তুমি আমার পতাকা, সাতন্ত্রে অবয়বে। কত কষ্ট দিয়েছি মাগো তোমায়, না বুঝে বারবার।বুঝিয়েছ, শাসিয়েছ ছাড়নিকো হাল।আমারি সফলতায় তুমি হেসেছ,কেঁদেছ নিরবে বিফলতায়।তোমার প্রতিটি হাসি এক একটি আশির্বাদ,প্রতিটি রাগ কাল মেঘের ঘনঘটা।নেই সামর্থ্য আমার এ ঋন শোধিবার, আমি আজ বড়ই স্বার্থপর। কস্মিন কালেও ছিল না তোমার কোন চাহিদা,দিতে চেয়েছি উজাড় করে, পারিনি কিছুই দিতে।নিজের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও হবেনা পরিসমাপ্তি এ বোঝা ঋনের।মাগো, জীবন আমার তোমায় থেকে, তোমায় ঘিরে,উৎসর্গ এ জীবন তোমারি চরনতলে।তুমি আমায় গড়েছ,  সফলতা সকলি তোমারি কৃপায়।যতটুকু যত্ন তুমি আমায় করেছ,পারিনি ততটুকু তোমায়।সোনালী দিনগুলো কেটেছে তোমার আমায় ঘিরে,সোনালী দিনগুলো মোর তোমারি সেগুলো দিয়ে।তোমার অসুখে, বিপদে, দু:সময়েপারিনি থাকতে পাশে।কোনকিছু লাগলো মাগো জানিয়ে দিও একশ্বাসে, দিব উজাড় করে, ধন্য হব তোমায় দিয়ে।শত প্রনাম ও কদমবুসি মা তোমারি জন্য,নতশির তোমারি চরনতলে।ভগ্ন হৃদয়ে করজোড় প্রার্থনা মোর,দয়াময় রাখে যেন তোমায় ভাল।

শেয়ার করুন: