শ্রীবরদীতে বিএনপি নেতার জানাজায় হাজারও মানুষের ঢল : চোখের জলে বিদায়
শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক বিআরডিবি সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা নান্ডা (৬৬) এর জানাজায় মানুষের ঢল নেমেছিল। হাজারো মানুষ চোখের জলে শেষ বিদায় জানায় তাকে । ২৯ জুন বেলা এগারোটার সময় কুরুয়া হাইস্কুল মাঠে জনপ্রিয় এ নেতার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
গতকাল ২৮ জুন শনিবার সকাল সাড়ে ৭ দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।) তিনি মৃত্যুকালে ১ ছেলে ১ মেয়েসহ অনেক রাজনৈতিক সহযোগী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পাওয়ার শনিবার সন্ধ্যার দিকে মানুষের ঢল নামে। ২৯ জুন রবিবার সকালে কুরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে হাজারো মানুষের চোখের জলে শেষ বিদায় দিয়ে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার জানাজায় উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহমুদুল হক রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলার সেক্রেটারি নুরুজ্জামান বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট এরশাদ আলম জর্জ, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইখলাছুর রহমান লিটন, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন সহ ছাত্রদল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মাহমুদুল হক রুবেল বলেন, গোলাম মোস্তফা নান্ডা এই এলাকার বিএনপির একজন অভিভাবক ছিলেন। দলের জন্য তার ত্যাগ তাকে আরও সম্মানের আসনে নিয়ে গেছেন। তিনি একজন স্বল্পভাষী ও বিনয়ী মানুষ ছিলেন। কারো সাথে তিনি উচ্চস্বরে কথা বলতেন না। এই এলাকার মানুষের বিপদে আপদে তিনি সবার আগে ছুটে যেতেন। সামাজিক সমস্যা সমাধানে তার ছিলো বিচক্ষণতা। জটিল সমস্যা গুলো তিনি দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারতেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।