পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার মাশুমদিয়ায় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে রনজিত সাহা (৪০) নামের এক জুয়াড়ির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। রনজিত সাহা ভবানীপুর গ্রামের রবি সাহার ছেলে।
ভবানীপুর গ্রামের বাসিন্দা ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল সাহা জানান, লাশ উদ্ধারের সময় তিনি উপস্থিত ছিলেন। স্থানীয়দের কাছ থেকে তিনি শুনেছেন পুলিশের ধাওয়া খেয়ে রনজিত জলায় ডুবে মারা গেছে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড এম তাজুল হুদা জানান, গতকাল রাতে পুলিশ অন্য একটি কাজে মাসুমদিয়া গ্রাম দিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালায়। পুলিশ কাউকে ধাওয়া করেনি। সকালে জানতে পারি একজন জুয়াড়ি পানিতে ডুবে মারা গেছে বলে জানান তিনি।