কাশিনাথপুর স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বৈশাখী ‘পিঠা উৎসব-১৪৩২’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল ইং, বাংলা- ১৪৩২) সকাল ৭টা থেকে স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে এই ‘পিঠা উৎসব ও বৈশাখী উৎসব ১৪৩২’ অনুষ্ঠিত হয়।
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল ’ দীর্ঘদিন ধরে অত্যন্ত সাড়ম্বরে পালন করে আসছে ঐতিহ্যবাহী এ বৈশাখী উৎসব। তবে এ বছরই প্রথম বৈশাখী উৎসবের পাশাপাশি পিঠা উৎসবের আয়োজন করে। অভিভাবক ছাত্র-ছাত্রীদের পারস্পরিক মেল-বন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখবে আশা করা যায়। এ পিঠা উৎসবে হরেক রকম পিঠার আয়োজন করা হয়।
উৎসবটি উদ্বোধন করেন স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত সভাপতি মাহফুজুল হক সিদ্দিকী ফুয়াদ ও প্রধান শিক্ষিকা মনিরা খাতুন নূরী। এই বৈশাখী পিঠা উৎসবে প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা পিঠার স্টল সাজিয়েছিল। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৈশাখী সাজে সেজে ছিল ঐতিহ্যবাহী স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল। এ বৈশাখী পিঠা উৎসবের সমস্ত পিঠা অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং পাশাপাশি প্রতিবেশিরাও অংশগ্রহণ করে সমস্ত পিঠাগুলো কিনেছেন এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহ যুগিয়েছেন। কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা মনিরা খাতুন নূরী বলেন প্রতিবছর আমরা এই উৎসবের আয়োজন করব ইনশাআল্লাহ।।