Friday, April 18, 2025

ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশে নানা সেক্টরে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট শীর্ষক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিশ্বমঞ্চে দেশের সম্ভাবনা তুলে ধরার এক অসামান্য উদ্যোগ, যা নতুন দিগন্তের সূচনা হয়েছে। ঢাকায় বুধবার ৯ এপ্রিল এ বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজধানীর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ অংশ গ্রহণ করেছেন দেশ, বিদেশের অনেক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও সংস্থা। এ বিনিয়োগকারী সম্মেলনে দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃৎ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, বর্তমান যুগের আলোকবর্তিকা, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম ও টিএমএসএসের নির্বাহী সচিবালয়ের পরিচালক ড. ফাতেমা খাতুন রিমা প্রমুখ অংশ গ্রহণ করেন। বিজনেস সামিটে ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলা, রিনিউয়েবল এনার্জি নিয়ে নানা কথা, বিভিন্ন কোম্পানির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে লোনের প্রতিশ্রুতিও দিয়েছে বাংলাদেশ সরকারকে। অনুষ্ঠানে দেশ, বিদেশের নানা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধি, দেশের শীর্ষ পর্যায়ের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর