একজন ব্যক্তির দুই স্ত্রী ছিল—একজন শ্যামলা, আর অন্যজন ফর্সা। সে সিদ্ধান্ত নিল যে, একজনকে তালাক দেবে। তো কী করা যায়? সে তাদের মধ্যে একটি কবিতা প্রতিযোগিতার আয়োজন করল। চিন্তা করলো, যে জয়ী হবে, সে তার সঙ্গেই থাকবে। শ্যামলা স্ত্রী বলল— ألمْ ترَ أنَّ المسكَ لا شَيء مثلُهُ وأنَّ بياضَ الملحِ حمل بِدِرهَمِ وأنَّ سوادَ العينِ لا شكَّ نُورهَا وأنَّ بياضَ العينِ لا شَيءَ فَاعلَمِ “তুমি কি দেখনি, (শ্যামলা বর্ণের) মিশক সুগন্ধির কোনো তুলনা নেই? আর সাদা লবণ তো মাত্র এক দিরহামে বিক্রি হয়। নিশ্চয় চোখের কালো অংশই আসল আলো, কিন্তু এর সাদা অংশের কোনো কার্যকারিতা নেই!” ফর্সা স্ত্রী জবাব দিল: ألمْ ترَ أنَّ البدرَ لا شَيءَ مثلُهُ وأنَّ سوادَ الفحمِ حمل بِدِرهَمِ وأنَّ رجالَ اللهِ بيضٌ وجوهُهُم ولا شكَّ أنَّ السُّودَ أهلُ جَهنَّمِ “তুমি কি দেখনি, পূর্ণিমার চাঁদের কোনো তুলনা নেই? কিন্তু কয়লার কালো অংশ তো এক দিরহামেও বিক্রি হয় না। আল্লাহওয়ালা বান্দাদের মুখ তো উজ্জ্বল হয়, আর নিঃসন্দেহে, জাহান্নামের অধিবাসীরা কালোই হয়!” এই চমৎকার কাব্যিক সংলাপে লোকটি চরমভাবে আনন্দিত হলো। আর শেষ পর্যন্ত, সে তৃতীয় আরেকজন উজ্জ্বল শ্যামলা নারীকে বিয়ে করলো। যে বেশি ফর্সাও না, বেশি শ্যামলাও না৷ সংকলনে … মুফতী কাজী সৈয়্যদ মুহাম্মদ খলিলুর রহমান চাটগামী চাটগামী