“যাবতীয় রোগ মু্ক্তির বিশেষ আমল…সকল রোগ থেকে মুক্তির জন্য এই বিশেষ আমলটি খুবই প্রয়োজনীয় নিজ ফায়দার জন্য চেষ্টা করতে পারেন। আশা করি আল্লাহ তায়ালা এই আমলের বরকতে সকল রোগ থেকে হেফাজত করবেন। ইনশাআল্লাহ। (١) اللهم صل علي سيدنا محمد بعدد كل داء ودواء وبارك وسلم এই দরূদটা সাতবার পড়া। বাংলা উচ্চারণ: আল্লহুম্মা সল্লিয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দা-ইউ ওয়া দাওয়া ওয়া বা-রিক ওয়া সাল্লিম। (٢) سورة الفاتحة তথা, সূরা ফাতেহা সাতবার পড়া। (٣) سورة الإخلاص তথা, সূরা ইখলাস (ক্বুলহু আল্লাহ সূরা) সাতবার পড়া। (٤) اللهم صل علي سيدنا محمد بعدد كل داء ودواء وبارك وسلم আবার এই দরূদটা সাতবার পড়া। বাংলা উচ্চারণ: আল্লহুম্মা সল্লিয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দা-ইউ ওয়া দাওয়া ওয়া বা-রিক ওয়া সাল্লিম। এরপর অসুস্থ ব্যক্তির জন্যে দোয়া করা, ফুঁ দেয়া বা নিজে নিজে পড়া। … মুফতী কাজী সৈয়্যদ মুহাম্মদ খলিলুর রহমান চাটগামী