পবিত্র রমজান মাসে বিএসটিআই, পাবনা কর্তৃক ৫,৪৩,৫০০/= জরিমানা ও বিপুল পরিমাণ অনুমোদনহীন পণ্য ধ্বংস”
পবিত্র রমজান উপলক্ষে বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) জনাব এস এম ফেরদৌস
আলম এর নির্দেশনা ও অফিস প্রধান জনাব ইসরাত জেরিন, উপপরিচালক (পদার্থ) এর সার্বিক
তত্ত্বাবধানে পাবনা ও সিরাজগঞ্জ জেলায় মোট ২৩টি ভ্রাম্যমান আদালত/ সার্ভিল্যান্স অভিযান
পরিচালনা করা হয়।
উক্ত অভিযানগুলোতে ২৪টি প্রতিষ্ঠানকে বিবিধ অপরাধে বিএসটিআই সংশ্লিষ্ট আইনে মোট
৫,৪৩,৫০০/-(পাঁচলক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত টাকা) জরিমানা করা হয়। এছাড়াও অবৈধ ভাবে
উৎপাদিত অনুমোদনহীন বিপুল পরিমাণ পণ্য ও পণ্য তৈরির উপদান ধ্বংস করা হয়। উক্ত অভিযান
সমন্বয় করেন জনাব মোঃ আজিজুল হাকিম, সহকারী পরিচালক (মেট্রোলজি), জনাব শহিদুল ইসলাম,
সহকারী পরিচালক (সিএম) এবং অত্রাফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
“জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনার এ ধরণের অভিযান চলমান থাকবে।”