এ কে খান :
পাবনায় বে-সরকারি বিশ্ববিদ্যালয় “মাহাতাব বিশ্বাস সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠার জন্য বিশিষ্ট শিক্ষাবিদ মহাতাব বিশ্বাসের যে স্বপ্ন, আল্লাহ যেন সেটা পূরণ করেন। তার এই স্বপ্ন পূরণে সবাই অঙ্গীকার করছে, সাথে আমিও অঙ্গীকার ব্যাক্ত করছি, মহান আল্লাহ যেন কবুল করেন, এটা বাস্তবায়নে আমাকে কাজ করার তৌফিক দান করেন।
গত শুক্রবার ২১মার্চ পাবনা সদর উপজেলার রাজাপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিঃ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস উপযুক্ত কথাগুলি বলেন। তিনি আরও বলেন, পাবনাকে আরো উন্নত করে গ্রহণযোগ্য ভাবে গড়ে তুলতে পারি। ভৌগলিক কারণে পাবনার যে গুরুত্ব ছিল সেটা যেন নতুন করে আমরা আবার গড়ে তুলতে পারি।কর্মসংস্থানের পাশাপাশি প্রতিটি মানুষ যেন মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের সাথে বাস করতে পারে সেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে পরম করুনাময়ের কাছে ইফতারি শুরুর আগে আমরা ফরিয়াদ জানাই বাংলাদেশের প্রতি যেন খাস রহমত নাযিল হয়। পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিঃ এর এমডি, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, দুবলিয়ায় হাজী জসীম উদ্দিন ডিগ্রি কলেজ, পদ্মা কলেজ, ফজিলাতুন্নেছা গার্লস হাই স্কুলসহ শতাধিক স্কুল, কলেজ ও মাদরাসার প্রতিষ্ঠাতা
অধ্যক্ষ আলহাজ্জ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাসের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) মোঃ মনিরুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দল পাবনা জেলা সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির, জেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ ইকবাল হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা এড. বার সমিতির সেক্রেটারি সুলতান মাহমুদ খান এহিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি এড. মির্জা আজিজুর রহমান, প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ড. কামরুজ্জামান ও এড. নাজমুল হাসান শাহীন প্রমুখ। অন্যদের মধ্যে জেলা যুব দলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, ইসলামী ছাত্র শিবির সহ শাখা সভাপতি ফিরোজ হোসেন, ইকরামুল হক, আলহাজ্ব শফিকুল ইসলাম, বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকত উল্লাহ ফাহাদ, জিয়া পরিষদের সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্র দলের
সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি সাংবাদিক এসএম মাহবুব আলম, সাংবাদিক ড. এম মনছুর আলম, লায়ন ইউনুস আলী বিশ্বাস, আরটিভি জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক সিদ্দিকুল ইসলাম, কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন পরাগ, দৈনিক মানবকন্ঠ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম জুয়েল, বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি ও টিএমএসএস এর উপদেষ্টা এম এ খালেক খান পিভিএম-সেবা, পাবনা এক্সপ্রেসের আবুল আহসান খান রেয়ন, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, প্রভাষক হেদায়েতুল হক বিশ্বাস, সিনিয়র শিক্ষক ইমরান আলী সরকার, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণি পেশার মানুষসহ কয়েক শত সুধীজন ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুঠানে অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস তার বড় ছেলে অধ্যাপক মাছুদুজ্জামান বিপুল বিশ্বাস, মেঝ ছেলে ইঞ্জিনিয়ার শিপুল বিশ্বাস, পুত্রবধূ মারুফা আফরোজ সাথী ও এড. ফারজানা পারভীন, নাতি-নাতনী ও মিসেস মাহাতাব বিশ্বাস প্রমুখ নিজ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠান শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে প্রধান অতিথি, সভাপতিসহ বিশেষ অতিথিগন ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২ কোটি টাকা জামানত দিয়ে ১০ বিঘা জায়গার উপর ১০ তলা ভবন নির্মান, ৪১ টি ক্লাসরুম তৈরি, শিক্ষার্থীদের জন্য আবাসস্থল, অনেক বড় করে কনভেনশন ও ক্যাডেট মাদ্রাসা ইত্যাদি তৈরির ইচ্ছা নিয়ে কোদাল ধরেন মাহাতাব বিশ্বাস। দোয়া পরিচালনা করেন পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদ আল চিশতি নিজামী ফকির। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা জয়নাল আবেদীন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন মাহাতাব বিশ্বাসের নাতি বুয়েটের শিক্ষার্থী নীল বিশ্বাস।