Friday, April 18, 2025

টিএমএসএসকে জাপান সরকারের সহায়তা প্রদান

এ কে খান :

গ্রাস রুটস হিউম্যান সিকিউরিটি প্রকল্পের আওতায় বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসকে অনুদান সহায়তা প্রদান করছে জাপান সরকার। সোমবার ১৭ মার্চ ঢাকায় জাপান দূতাবাসে টিএমএসএসের জন্য এ প্রকল্পের অনুদান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর-হোসনে আরা বেগম চুক্তিতে স্বাক্ষর করেন। জাপান সরকার টিএমএসএসকে ৭৫ হাজার ৯৬৪ মার্কিন ডলার যা বাংলাদেশী ৯১ লক্ষ টাকা অনুদান প্রদান করছে।
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও টিএমএসএস চত্বরে কর্মরত জনতার মধ্যে বিশুদ্ধ ও নিরাপদ পানি পানের সুবিধার্থে পরীক্ষামূলক ভাবে জাপানের মিরাই কোম্পানির প্রস্তুতকৃত মেশিন ও প্লান্ট স্থাপন করা হবে। উক্ত বিশুদ্ধ খাবার পানির কাঁচামাল তথা সোর্স কোনো পানির উৎস নয়, ইহা বায়ু থেকে পানি সংগৃহীত হবে। এরুপ ড্রিকিং ওয়াটার প্রোডাকশন প্লান্ট শুধু বাংলাদেশেই নয়, এ প্রকল্পটি সাউথ এশিয়া মহাদেশেও বিরল। এ ওয়াটার প্রোডাকশন প্লান্ট সৌর বিদ্যুৎ দ্বারা চলবে।
এই বৈশিষ্ট্যপূর্ণ ও পরিবেশ বান্ধব পানি উৎপাদন মেশিনারীজের অর্থায়ন ঢাকার জাপান দূতাবাসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপান এ্যাম্বাসীর পদস্থ কর্মকর্তা মিঃ শিমিজু গাকু, খান নানামী ও টিএমএসএস এর IES সেক্টরের নির্বাহী Consultant মোঃ খায়রুল ইসলাম, সেক্টর প্রধান ড. নিগার সুলতানা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেন। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম বগুড়ার টিএমএসএসের বিভিন্ন সামাজিক, মানবিক কর্মকান্ড ও টিএমএসএসের ফাউন্ডেশন অফিস পরিদর্শনের আমন্ত্রণ জানালে রাষ্ট্রদূত সাইদা শিনিচি কোন এক বিশেষ সময়ে বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিস ও ফাইভ স্টার হোটেল মমইনসহ অন্যান্য কর্মকান্ড সরেজমিন পরিদর্শনের আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর