শেরপুর জেলা প্রতিনিধি : ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত পাখিদের আশ্রয় নিশ্চিত করতে শেরপুরের ঝিনাইগাতীতে মাটির হাড়িতে পাখির বাসা স্থাপন করা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় পরিবেশবাদী সংগঠন ‘বিউটি অব ঝিনাইগাতী’। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার গাছে গাছে স্থাপন করা হচ্ছে মাটির হাড়িতে পাখির বাসা। ১৬ মার্চ এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জু রাজ্জাক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান, হাতীবান্দা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক লুৎফর রহমান লাজুসহ আরো অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক লুৎফর রহমান লাজু জানান, ঝড়-বৃষ্টির সময় প্রচুর পাখি বাসা হারিয়ে বিপাকে পড়ে। তাই পাখিদের জন্য নিরাপদ আবাস নিশ্চিত করতে মাটির হাড়িতে বাসা তৈরি করে বিভিন্ন গাছে স্থাপন করা হয়েছে। এই উদ্যোগে স্থানীয় পরিবেশপ্রেমী তরুণদেরও ব্যাপক সাড়া মিলেছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ সুরক্ষায় এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। পাখির আবাসস্থল নিশ্চিত করতে এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে এ ধরনের কাজ আরও বিস্তৃত করা উচিত বলে মত দেন তারা।কর্মসূচিতে বিউটি অব ঝিনাইগাতী ও বৈষম্য ছাত্র আন্দোলন-এর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।