Friday, April 18, 2025

মানুষ কষ্ট পায় এমন কোন কাজ বিএনপি করবে না- রুবেল এমপি

 শেরপুর জেলা প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোঃ মাহমুদুল হক রুবেল বলেছেন, সামনের দিনগুলোতে আমরা যারা বিএনপি করি, আমাদের কাছ থেকে যেন কোন মানুষ কষ্ট না পায়, দুঃখ না পায়, আমাদের কাছ থেকে কেউ যেন অত্যাচারের স্বীকার না হয় সে দিকে খেয়াল রেখে চলতে হবে। আগামী দিনগুলো আমরা এক সাথে চলবো, ঐক্যবদ্ধ থাকবো, দলকে শক্তিশালী করতে সবাই সম্মিলিতভাবে কাজ করবো। দলে পদ পদবি নিয়ে প্রতিযোগিতা থাকবে, কিন্তু এটা প্রতিহিংসায় রুপ নেয়া যাবেনা। আগামী দিনে এলাকার উন্নয়ন নির্ভর করছে বিএনপির নেতাদের ব্যবহারের উপর। কারণ মানুষ বিএনপির নেতাদের দিকেই চেয়ে আছে। কাজেই সুখে দুখে মানুষের পাশে থাকতে হবে। মানুষ কষ্ট পাবে এমন কোন কাজ বিএনপি নেতা কর্মীরা করবে না। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য মানুষের ঘরে ঘরে যাবো। মাহমুদুল হক রুবেল এমপি গত দুইদিন পৃথক ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১৫ মার্চ শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও ১৪ মার্চ খড়িয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহমুদুল হক রুবেল এমপি। এসব অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জুলাই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপি নেতা এস এম সোহান, এডভোকেট রেজুয়ান উল্লাহ, আবু হারিচ বাচ্চু, যুবদল নেতা ইকলাছুর রহমান লিটন,  ওলামা দলনেতা হাফেজ মাসুদ, ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মুসা, খড়িয়াকাজিরচর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল কবির রুপা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা আপেল মাহমুদ, রোকনুজ্জামান রোকন, শোভন শাহরিয়ার রাফিসহ স্থানীয় বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর