Friday, April 18, 2025

ঝিনাইগাতীর মহিলা আওয়ামীলীগ নেত্রী রুপালি গ্রেপ্তার

শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়িকা ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ১৪ মার্চ ভোরে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আয়েশা সিদ্দিকা রুপালি তেঁতুলতলার আব্দুর রহিম পাগলার মেয়ে। পুলিশ জানায়, আয়শা আক্তার রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ ১৪ মার্চ ভোরে তেঁতুলতলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আয়শা আক্তার রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর