Friday, April 18, 2025

শেরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর সদরের গনই বড়ুয়ায় মাদক বিরোধী অভিযানে ১৩৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদককারবারি মোঃ খোকন মিয়া (৩৫) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কুশলনগর গ্রামের গোল মোহাম্মদের ছেলে ও চাঁন মিয়া (৪০) শেরপুর সদরের গনই বড়ুয়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। গতকাল ১২ মার্চ বুধবার রাত সাড়ে এগারোটার সময় গনই বড়ুয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারিদের আটক করা হয়। আজ ১৩ মার্চ সন্ধায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনাকারি এসআই মোহাম্মদ কামরুজ্জামান নিশ্চিত করেন। ডিবি পুলিশ জানায়, বুধবার (১২ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে শেরপুর সদরের গণই বড়ুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রথমে মাদক কারবারি মো. খোকন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর মাদক কারবারি মো. চাঁন মিয়াকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে আটক খোকন মিয়ার শ্বশুরবাড়ির একটি চালের ড্রামের নিচে লুকানো অবস্থায় সাতটি প্যাকেটে মোট ১৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ ২ হাজার টাকা।গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে শেরপুরে বিক্রির পরিকল্পনা করেছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মামলার বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইদুল আলম বলেন, শেরপুরে পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর