এ কে খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃর্ণমূলের সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সতেজকরণ, উদ্যোক্তা সৃষ্টির কৌশল নির্ধারণ ও সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে সারা দেশব্যাপি চলমান রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক জেলা সমাবেশ। এরই ধারাবাহিকতায ২৫ ফেব্রুয়ারি তারিখে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের ছয়টি জেলায় একযোগে বার্ষিক জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম বিভিএম, পিভিএমএস মানিকগঞ্জ জেলায় অনুষ্ঠিত বার্ষিক জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী সাতক্ষীরা জেলার বার্ষিক জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান খাগড়াছড়ি জেলার বার্ষিক জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের কিশোরগঞ্জ জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মোঃ আশরাফুল আলম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস জামালপুর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন দেশ ও জাতীর কল্যাণে আনসার বাহিনী কাজ করছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএস, পঞ্চগড় জেলায় অনুষ্ঠিতব্য জেলা সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি স্বাধীনতা সংগ্রামে আনসার ভিডিপি সংগঠনের অবদানের কথা স্মরণ করেন। তিনি সদস্যদের নানা সামাজিক উন্নয়ন কর্মকান্ডে আত্ন নিয়োগের পরামর্শ দেন। জেলা সমাবেশে সংশ্লিষ্ঠ জেলা কমান্ড্যান্টগন স্বাগত বক্তব্য দেওয়ার পাশাপাশি তাদের নিজ নিজ জেলার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সমাবেশ গুলোতে প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, আনসার-ভিডিপির কর্মকর্তা, সদস্যা, সদস্য ও কর্মচারীগণ জেলা সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। সকল জেলা সমাবেশগুলো বেলুন, ফেসটুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে বৃক্ষ রোপণ, সদস্যদের সাথে মতবিনিময় সভা, ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণের পাশাপাশি ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণী, ভাতা বিতরণ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাবেশের প্রধান অতিথিগন আনসার-ভিডিপি সদস্যসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জননিরাপত্তায় সকলকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এই বাহিনীর সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। তাই এই বাহিনীকে আরোও আধুনিকায়ন করতে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দ্রুতই এই বাহিনী যুগোপযোগী একটি বাহিনীতে পরিণত হবে বলে প্রধান অতিথিরা জানান। সমাবেশ গুলোতে সংগঠনেের তৃর্ণমূলের সদস্য, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, নানা শ্রেণির মানুষ, গন্যমান্য ব্যক্তি বর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।