এ কে খান :
উত্তর জনপদ বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতাল পরিচালিত টিএমএসএসের ক্যান্সার সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশ ফিজিসিস্ট এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, বিশিষ্ট পদার্থ বিঞ্জানী,আন্তর্জাতিক শিক্ষাবিদ, উচ্চ শিক্ষা ব্যবস্থাপনার কৌশলগত নির্বাহীক ও অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন প্রফেসর ড এম আমিনুল ইসলাম। তিনি ১৪ ফেব্রুয়ারী শুক্রবার টিএমএসএস ক্যান্সার সেন্টার পরিদর্শন করেন। ড. এম আমিনুল ইসলাম টিএমএসএস হাসপাতাল ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতালে পৌঁছাল তাকে টিএমএসএসের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও স্বাগতম জানান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। পরিদর্শন পরবর্তী হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন টিএমএসএস হাসপাতালের মাধ্যমে প্রধানত ক্যান্সার হাসপাতাল, ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সচেতনতা শিক্ষা, বহুমুখী গবেষণা কার্যকর টিএমএসএস ক্যান্সার হাসপাতালের নতুন সংযোজন অতি উচ্চমূল্যের অত্যাধুনিক ট্রমোথেরাপি রোবোটিক মেশিন যা বাংলাদেশে এটিই প্রথম স্থাপিত অত্যাধুনিক ক্যান্সার মেশিন ও ব্র্যাকিথেরাপি এর ইন্সটলেশন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এ সকল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন প্রফেসর ড আমিনুল ইসলাম। উল্লেখ্য, টিএমএসএস কর্তৃপক্ষ ঋণ গ্রহণ ও সদস্য সুরক্ষা তহবিল থেকে ক্যান্সার হাসপাতালের চিকিৎসা সেবাকে বিশ্বমানের করা হচ্ছে। তাই টিএমএসএস এর সদস্যগণকে ক্যান্সার ডিটেকশন ও ক্যান্সার চিকিৎসা সেবা বিনামূল্যে ও নামমাত্র মূল্যে দেওয়ার বাধ্যবাধকতা আছে।
টিএমএসএস কর্তৃক বিনামূল্যে ও উচ্চ ভর্তুকি মূল্যে দরিদ্র রোগীর এই জাতীয় দূরারোগ্য ব্যাধির চিকিৎসা সেবা পরিকল্পনা অবলোকন করে উপদেষ্টা মহোদয় সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শনকালে টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডের বিষয়ে উল্লেখ করেন। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে সেবার মানসিকতা নিয়ে সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি আরও বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডগুলো সারা দেশের তৃর্ণমূলের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন টিএমএসএসের কর্মকান্ডে সহযোগিতা, গতিশীল ও বেগবান করার জন্য সকলের প্রতি আহবান জানান। এ সময় অন্যদের মধ্যে টিএমএসুসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ও টিএমএসএস হাসপাতালের পরিচালক অবঃ ব্রিঃ জেঃ ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন। আলোচনায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতালের সকল বিভাগ প্রধান, ডাক্তার, টিএমএসএসের উর্ধ্বতন কমকর্তা ও নিবাহী পরিচালকের একান্ত সচিব সাবিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।