Thursday, মার্চ ২০, ২০২৫

বিএমআইএস দৃষ্টিজয়ীদের সাথে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্ট এর বসন্তবরণ ও পিঠা উৎসব এবং ১৫৫৭ তম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি শুক্রবার শীতের সকালে ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল, মিরপুর, ঢাকার এর দৃষ্টিজয়ীদের সাথে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সদস্যদের বসন্ত বরণ ও পিঠা উৎসব পালন করা হয়।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত রাজধানী ঢাকার মিরপুরে দৃষ্টিজয়ীদের সহায়তার জন্য ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটড স্কুল (বিএমআইএস) সেবা দিয়ে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই বাংলাদেশের ঐতিহ্যবাহী রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্ট গত ২০০৪ সাল হতে ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল এর ২০ জন দৃষ্টিজয়ীদের বাৎসরিক শিক্ষা সহায়তার জন্য অর্থ প্রদান করছে।তারই ধারাবাহিকতায় দৃষ্টিজয়ীদের সাথে বসন্তবরণ ও পিঠা উৎসব এর আয়োজন করা হয়। সকাল থেকেই স্কুল মাঠ প্রাঙ্গনে দৃস্টিজয়ীদের অংশগ্রহণে বসন্ত বরণের গান পরিবেশেন ও কবিতা আবৃত্তি করা হয় এবং নানা রকমের পিঠা খাওয়া হয়।
পরবর্তীতে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান তোফায়েল আহমেদ সিন্টু।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান পিডিজি মাগফুর উদ্দিন আহমেদ,ক্লাব চার্টার মেম্বার পিডিজি এএফএম আলমগীর এফসিএ, ক্লাব চার্টার মেম্বার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম হোসাইন শাহী,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ কামরুল হাসান রন্জু,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনসুর আলম, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হোসনে আরা চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আখতার জাহান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কাজল কান্তি চৌধুরী, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান মিতা চৌধুরী। বিএমআইএস এর চেয়ারম্যান জেমস প্রদীপ বিশ্বাস এবং ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল এর অধ্যক্ষ গ্লোরিয়া চন্দ্রনি বাড়ৈ। ক্লাব সার্জেন্ট এ্যট আর্মস রোটারিয়ান পিপি কাজল কান্তি চৌধুরী মিটিং সার্জন্ট রিপোর্ট পাঠ করেন। ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সালেক সাব্বির আহমেদ পরবর্তী মিটিং এর ঘোষণা দিলে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর