কামরুজ্জামান টিপু (পাবনা) : আগামী ২৬ শে ফেব্রুয়ারি পাবনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের
চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, কমিশনার (অনুসন্ধান) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ
সরাসারি সেবা প্রত্যাশি মানুষের গণ শুনানিতে অংশ নেবেন।
এ উপলক্ষে গতকাল বুধবার শহরের বিভিন্ন স্থানে প্রচার পত্র বিলি করা হয়। দুদক পাবনার উপ-পরিচালক মোঃ শহিদুল
ইসলাম সরকার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পাবনার সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনার সংবাদপত্র পরিষদের সাধারণ
সম্পাদক মোঃ শহিদুর রহমান শহীদ, দৈনিক মানবজমিন ও একুশের টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী,
দৈনিক বিবৃতি নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ডেইলি মর্নিং
টাচ নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, দুদকের উপসহকারি পরিচালক মোঃ ইশতিয়াক আহমেদ এ সময় উপস্থিত
ছিলেন। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতাজা আলী খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম সরকার ও জেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটি, পাবনার সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান। পরে তারা বিভিন্ন অভিযোগ কেন্দ্র পরিদর্শন করেন।