এ কে খান :
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক, দৈনিক বাংলাদেশ সমাচার ও বাংলাদেশ ডাইরি পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দৈনিক বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম বিভাগীয় ও ব্যুরো কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের হল রুমে মঙ্গলবার বিকালে বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সুধী সমাবেশ আনুষ্ঠিত হয়। দৈনিক বাংলাদেশ সমাচারের সহকারী সম্পাদক শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংবাদ পত্রের স্বাধীনতা, সাংবাদিকদের ভূমিকা ও করণীয় সম্পর্কে নানা দিক নিদেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ সমাচারের প্রকাশক, সম্পাদক প্রখ্যাত লেখক, গবেষক, গীতিকার, সুরকার, আবৃত্তিকার, কন্ঠ শিল্পী বিশিষ্ট সমাজ সেবক ও আনসার -ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ড.খান আসাদুজ্জামান পিভিএম-সেবা। অনুষ্ঠানে বক্তারা বলেন সংবাদ পত্র সমাজের দর্পন স্বরুপ। সমাজের নানা ঘটনা এই পত্র পত্রিকার মাধ্যমেই তুলে ধরা হয়। চট্রগ্রাম অঞ্চলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নানান সংবাদ দৈনিক বাংলাদেশ সমাচার ও বাংলাদেশ ডাইরি পত্রিকায় প্রচারের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা আরও বলেন, বাংলাদেশ সমাচার একটি আন্তর্জাতিক মানের পত্রিকা। যে পত্রিকায় দেশ বিদেশের নানা খবরা খবর পাওয়া যায়। এছাড়াও কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতি ও বিনোদন মূলক বিষয় সম্পর্কে তুলে ধরা হয়। পত্রিকার বিভাগীয় কার্যালয় উদ্বোধন করায় বক্তারা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ মাসুদ আলম সাগর। অনুষ্ঠানে বাংলাদেশ সমাচারে ও বাংলাদেশ ডাইরি পত্রিকার স্টাফ, সাংবাদিক ও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।