Thursday, মার্চ ২০, ২০২৫

অন্যের হকের প্রতি সচেতন হোন…

মুফতী কাজী সৈয়্যদ মুহাম্মদ খলিলুর রহমান চাটগামী :: “অন্যের হকের প্রতি সচেতন হোন… হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রহ. বলেন, বনী ইসরাইলের এক যুবকের কথা বলছি। সে গুনাহে লিপ্ত থাকত। নাফরমানি করতো৷ এভাবেই দিনকাল যেত। তবে পরে সে সব ধরনের গুনাহ থেকে তওবা করে। এরপর সে টানা ৭০ বছর ধরে ইবাদতে মগ্ন থাকে। সে দিনে রোজা রাখত। রাত জেগে ইবাদত করত। তার পরহেজগারির এমন অবস্থা ছিল যে, সে কখনো ছায়ার নিচে বিশ্রাম নিত না। এমনকি কোনো লোভনীয় খাবার পর্যন্ত গ্রহণ করত না। সে যখন মারা যায়, তখন তার কিছু বন্ধু তাকে স্বপ্নে দেখল। স্বপ্নে জিজ্ঞেস করল, ‘বন্ধু, আল্লাহ পাক তোমার সাথে কীরূপ আচরণ করেছেন?’ সে উত্তর দিল, ‘আল্লাহ তা‘আলা আমার হিসাব নিলেন, তারপর আমার সব গুনাহ মাফ করে দিলেন। তবে একটিমাত্র খড়কুটো নিয়ে দাঁত খিলাল করেছিলাম৷ কিন্তু মালিকের অনুমতি নেয়া হয়নি। এ হকটি আদায় করা হয়নি। আফসোস! শুধুমাত্র এই কারণে আমাকে এখনো জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয়নি!’ (তানবীহুল মুগতাররীন, ৪৮ পৃষ্ঠা)

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর