Thursday, মার্চ ২০, ২০২৫

বগুড়ার জেলা প্রশাসকের সাথে পেট্রোল পাম্প এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের বৈঠক

এ কে খান :

উত্তরবঙ্গের ফিলিং স্টেশন থেকে জ্বালানি সরবরাহ বন্ধ রাখার ফলে সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক কৃষকের জমি সেচ বাবদ মেশিনের জ্বালানি ও যানবাহন চলাচলকারী সকল ভিকেলে জ্বালানি বিক্রয় না করা হলে পদ্মা, মেঘনা, যমুনা কোম্পানির প্রতিনিধি বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন নেত্রীবৃন্দের সমন্বয়ে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা ও মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়। সভায় উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ,সেবক, দেশে শিক্ষা সম্প্রসারণের জীবন্ত কিংবদন্তি স্থানীয় ও আন্তর্জাতিক মানের  বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টিএমএসএস ফিলিং স্টেশনের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম সভায় নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন, উচ্ছেদ নোটিশ লক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রাপ্তি নিশ্চিতকরণ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকাকে অনুশাসন খেলাপ, যা কোনো স্বাধীন দেশে হতে পারে না। সভায় নানা দিক আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়, উচ্ছেদ নোটিশ ছাড়াই যে সমস্ত স্থাপনা নোটিশ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ ব্যতিরেকে সড়ক ও জনপদ বিভাগ উচ্ছেদ করেছে, বিশেষ করে যে সমস্ত তেলের পাম্পের সামনে সড়ক ও জনপদ বিভাগ, খাল, ড্রেন কেঁটে সড়ক থেকে বিচ্ছিন্ন করেছে তা ভরাট করে দিবেন, দেওয়ানী আদালতের আদেশ প্রতিপালন করবেন।আদালতের স্ট্যাটাস্কো নথিকে অবজ্ঞা ও তাচ্ছিল্য করবেন না ইত্যাদি নীতি-নৈতিক ও ন্যায্য বিষয়গুলো মেনে চলার সিদ্ধান্ত সাপেক্ষে উত্তরবঙ্গের মালিক সমিতির সেক্রেটারি মোঃ আব্দুল জলিল স্ট্রাইক প্রত্যাহারের ঘোষণা দেন। এমন আলোচনা ও মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক সভা সমাপ্ত করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, কর্মচারী, পেট্রোল পাম্প মালিক সমিতির সদস্য ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।   

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর