Tuesday, ফেব্রুয়ারী ১৮, ২০২৫

‘সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ -২০২৫’ উদযাপন সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি

“বিএসটিআই’র ‘মান চিহ্ন’ সম্বলিত হেলমেট পরিধান করুন, নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করুন”

অদ্য ২৯-০১-২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে পাবনা শহরের বিভিন্ন স্থানে বিএসটিআই আঞ্চলিক অফিস, পাবনা এর অফিস প্রধান জনাব ইসরাত জেরিন, উপপরিচালক (পদার্থ) এর নেতৃত্বে একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযানে “প্রোটেকটিভ হেলমেটস ফর টু হুইলার রাইডার্স” পণ্য বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানকে সিএম ছাড়পত্র/লাইসেন্স ব্যতীত হেলমেট বিক্রয় হতে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়, বিএসটিআই হতে ছাড়পত্র বা লাইসেন্স প্রাপ্ত পণ্যের ক্ষেত্রে পণ্যের গায়ে বিএসটিআই লোগো ও আমদানিকারকের পূর্ণ ঠিকানা ব্যবহার করা হয়েছে কিনা তা যাচাই করে নেয়ার পরামর্শ প্রদান করা হয় এবং একইসাথে ছাড়পত্রের একটি অনুলিপি আমদানিকারক হতে সংগ্রহ করে প্রতিষ্ঠানের বিক্রয় কেন্দ্রে সংরক্ষণ করার পরামর্শ প্রদান করা হয়। সড়ক দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে মটরবাইক চালানোর সময় চালক ও আরোহী উভয়কে বিএসটিআই’র ‘মান চিহ্ন’ সম্বলিত হেলমেট ব্যবহারের আহবান জানানো হয়।

উক্ত অভিযান সমন্বয় করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনার কর্মকর্তা জনাব মোঃ আজিজুল হাকিম, সহকারী পরিচালক (মেট্রোলজি), জনাব শহিদুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম) এবং অত্রাফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।             “জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনার এ ধরণের অভিযান চলমান থাকবে।”    

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর