এ কে খান :
রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ ইউনিয়নের গদাধর আনসার-ভিডিপি উন্নয়ন গ্রাম সমিতি সোমবার পরিদর্শন ও সদস্যদের সাথে মতবিনিময় করেন রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। কাউনিয়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ।বিশেষ অতিথির বক্তব্য দেন আনসার ভিডিপি’র রংপুর জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, আনসার ভিডিপি’র ক্লাব-সমিতিগুলো হতে পারে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রস্থল, উৎপাদনের কেন্দ্রবিন্দু। তিনি আরও বলেন গ্রামীন সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশ, বেকারত্ব দূরীকরণ, দেশীয় কাচামালের ব্যাপক ব্যবহার ও চাহিদা বাড়নো, দেশীর প্রযুক্তির ব্যবহার ও শ্রমঘন প্রযুক্তির ব্যবহার হতে পারে সমিতির মাধ্যমে। রেঞ্জ কমান্ডার বলেন, কম পুঁজি বিনিয়োগে দেশীয় কাচামাল ভিত্তিক শিল্পের বিকাশ, উৎপাদন বাড়ানো, মাথাপিছু আয় বৃদ্ধি, জীবন মান উন্নয়ন, সঞ্চয় বৃদ্ধি, মূলধন গঠন, আত্ম কর্মসংস্থান সৃষ্ট, নতুন নতুন উদ্দোক্তা সৃষ্টি, প্রতিযোগি বাজার তৈরি ও পণ্যের বাজার সম্প্রসারণ করার জন্য সমিতির মাধ্যমে করার যেতে পারে। তিনি আরও বলেন, উৎপাদন, বিপনন ও প্রক্রিয়াজাত করণ, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষি ও শিল্পের প্রাসঙ্গিক উন্নয়ন ত্বরান্বিত করা,বৈষম্যমূক্ত স্বপ্নের উম্নত বাংলাদেশ গড়ার মজবুত ভিত্তি রচিত করা যেতে পারে। তিনি বলেন এই সমিতির মাধ্যমে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের কেন্দ্র, ঐতিহ্য পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনের কেন্দ্র, দেশীয় চাহিদা পূরণ করে, বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত, প্রান্তিক পর্যায়ে বাহিনীর সকলকে স্বাবলম্বী করা, পাশাপাশি গ্রামীন জনপদের সকলকেই স্বাবলম্বী করতে অগ্রণী ভূমিকা পালন, অপরাধ দমনে সামাজিক
প্রতিরোধ গড়ে তোলা, সামাজিক অবক্ষয় রোধ, প্রাকৃতিক দূর্যোগ, মোকাবিলায় সংঘবদ্ধ, শক্তির কেন্দ্র, উন্নত মানবিক মূল্যবোধ ও
সংস্কৃতির বিকাশ, এক কথায় ক্লাব-সমিতিগুলোই জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু হতে পারে। তিনি বলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এক্ষেত্রে এগুলোর প্রাণ ও রক্ত সঞ্চারণ করবে, আনসার ভিডিপি কোঅপারেটিভ সোসাইটিও সহযোগী হিসেবে উন্নয়নের ধারাকে বেগবান করবে, দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানও উন্নয়নের অংশীদার হতে এগিয়ে আসবে। প্রধান অতিথি বলেন, এজন্য বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি,এনডিইউ,এএফডব্লিউসি,পিএসসি মহোদয় বাহিনীর ক্লাব-সমিতিগুলোকে ঢেলে সাজানো ও উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিনত করার মিশনারী ও ভিশনারী পরিকল্পনা ও কার্যক্রম হাতে নিচ্ছেন। প্রধান অতিথি বাহিনীর প্রান্তিক পর্যায়ের সকল সদস্য-সদস্যাকে কাংখিত উন্নয়নের অপার দ্বার উন্মোচন করে বৈষম্যমূক্ত স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ার অদম্য স্বপ্নের কারিগর হওয়ার উদাত্ত আহ্বান জানান। এ সময় কাউনিয়া উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক, ক্লাব সমিতির সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার ভিডিপি সদস্য-সদস্যা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।