Tuesday, ফেব্রুয়ারী ১৮, ২০২৫

শেরপুর শহর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত শেরপুর

জেলা প্রতিনিধি :শেরপুর শহর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান “বীর উত্তম” এর ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় শেরপুর শহরের খরমপুরস্থ জেলা কৃষকদলের কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেরপুর শহর বিএনপির সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি সফিকুল ইসলাম গোল্ডেন, জেলা বিএনপি নেতা এসএম রফিকুল আলম শিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনসহ বিএনপি ও অঙ্গ দলের নেতারা। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ যখন আওয়ামী লীগের দুঃশ্বাসনের কারণে দিশেহারা হয়ে পড়েছিল ঠিক তখনই শহীদ জিয়াউর রহমান শান্তির দূত হয়ে এসে এদেশের বহুদলীয় গণতন্ত্র এবং সুশাসন ফিরিয়ে এনেছিলেন। ঠিক আবারো আওয়ামী লীগের স্বৈরাচার শ্বাসনের কারনে পথহারা জাতিকে আলোর সন্ধান দিয়েছেন তারই পুত্র তারেক রহমান। 

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর