এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস নার্সিং কলেজ, বগুড়ার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং কোর্সের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের শিক্ষার্থীদের CAPPING CEREMONY অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজের নতুন ভবনের গ্যালারিতে ১৯ জানুয়ারি সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীতা রানী পালের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান। উক্ত অনুষ্ঠানে অতিথি মহোদয়গণ নার্সিং পেশার গুরুত্ব, নার্সদের সম্মান, নার্সদের ভবিষ্যৎ কর্মপন্থা ও করনীয় নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নার্সদের উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন সরকারী, বেসরকারী কলেজ ও বিশ্বদ্যালয়ে বিভিন্ন কোর্সের অধ্যায়নের সুযোগ সুবিধা ও দেশে, বিদেশে ব্যাপকভাবে কর্মক্ষেত্রে অংশ গ্রহণের সুযোগ রয়েছে। বক্তারা নার্সদের পেশায় মানবিকতা, নিষ্ঠাবান ও বিনয়ের সহিত তাদের পেশাগত দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক মূল্যবান বক্তব্য প্রদানের মাধ্যমে তাদের পরামর্শ দেওয়ার হয়। অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষক, শিক্ষার্থী, নানা শ্রেণির মানুষ, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।