Tuesday, ফেব্রুয়ারী ১৮, ২০২৫

ঢাকায় টিএমএসএসের শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের অপারেশন-২ ঢাকা ডোমেইনের আওতাধীন পরিচালিত টিএমএসএস কর্তৃক  আয়োজিত শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএসের অপারেশন-২ ঢাকা ডোমেইনের, মীরপুর ডোমেইন অফিস কার্যালয়ে ১৮ ও ১৯ জানুয়ারি ২ দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। টিএমএসএসের ঢাকা ডোমেইনের, ডোমেইন প্রধান উপপরিচালক মোঃ ফাইজুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা প্রধানদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-১ মোঃ আব্দুল কাদের। অনুষ্ঠানে মূল কর্মসূচির উপস্থাপন, বাস্তবায়ন ও কৌশল নিধারন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। অন্যদের মধ্যে টিএমএসএসের পরিচালক অর্থ মোঃ আবুল বাশার ভূইয়া, পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম ও পরিচালক মোঃ জাহেদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনে সভাপতি তার স্বাগত বক্তব্যে সংস্থার মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি বিষয়ের উপর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন। প্রধান অতিথি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত মাঠ পযায়ের সকল শাখা প্রধানদের নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি ঢাকা ডোমেইনের কার্য অগ্রগতি আলোচনা করার পাশাপাশি নতুন, নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। সম্মেলনে সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান সংস্থার প্রোগ্রাম সম্পর্কে শাখা প্রধানদের অবহিত করেন। তিনি কিভাবে ও কোন প্রক্রিয়ায় প্রোগ্রামটিকে আরও গতিশীল ও বেগবান করা যায় সে বিষয়ে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে শাখা কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি ২০২৪-২০২৫ অর্থ বছরের পরিকল্পনা প্রনয়ণ, বাস্তবায়ন ও টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। দুইদিন ব্যাপী শাখা প্রধান সম্মেলনে সংস্থার মাঠ পর্যায়ের নানা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পযালোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঢাকা ডোমেইনের, আওতাধীন পরিচালিত টিএমএসএসের ৬৮জন শাখা প্রধান সম্মেলনে অংশ নেয়। সম্মেলনে মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন, নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।ত্রৈমাসিক কর্মশালায় ২০২৪- ২০২৫ অর্থ বছরের কর্মসূচির প্রনয়ণ বিষয়ের নানা দিক নিয়ে আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত  হয়।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর